আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিকের জরিমানা
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৯:২৬ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো ও খাবার ঢেকে না রাখার অপরাধে দুই হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার সান্তাহার রেল জংশন ষ্টেশন এলাকায় অভিযান চালায়।এসময় খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো ও খাবার ঢেকে না রাখার অপরাধে শহিদুল হোটেলের মালিক শহিদুল ইসলামের ১০০০ টাকা এবং হোটেল স্বপন এর মালিক শফিকুল ইসলামের ১৮০০টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও মাস্ক না পড়ার অপরাধে রিয়াজ হেয়ার ড্রেসারের মালিক রিয়াজ হোসেনের ১০০টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত