আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল জরিমানা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১৯:৪৭ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন ও বহনের অপরাধে তিন মাদকসেবীর সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার সান্তাহার শহরের ষ্টেশন কলোনী এলাকা থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত বুধবার বিকেলে উপজেলার সান্তাহার শহরে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় রিমন হোসেন (২২), খোকন হোসেন (২৫) এবং বিশ্বনাথ প্রামানিককে গ্রেপ্তার করে। পরে আদালত তিন জনের প্রত্যেককে সাত দিন করে কারাদন্ড ও একশ টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, আসামীদের থানা হেফাজতে নেয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত