আদমদীঘিতে ভুয়া ডাক্তার গ্রেফতার হলেও কিছুই হলো না ক্লিনিক মালিকের
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬
বগুড়ার আদমদীঘিতে ডিগ্রী ছাড়া এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হলেও কিছুই হলো ক্লিনিক মালিকের। উপজেলা সদরের আল সাফি ডায়াগনষ্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় বগুড়া র্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে মেডিসিন, চর্ম-যৌন, এলার্জী, নাক, কান, গলা, থাইরয়েড, হেড-নেক বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে পরিচয় দানকারী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাসীমপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত বাহার সরকারের ছেলে ভুয়া ডাক্তার আব্দুর রশিদকে গ্রেফতার করে। এরপর ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস ওই ভুয়া ডাক্তারের ৬ মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে ওই ভুয়া ডাক্তারকে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত আল সাফি ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল হাসান এ ধরনের ডিগ্রী ছাড়া ভুয়া ডাক্তার দিয়ে এলাকার জনগণের সরলতার সুযোগ নিয়ে রোগী প্রতি ৫০০ টাকা হারে ফিস নেয়া ছাড়াও তাদের ক্লিনিকের প্যাডে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। এ ধরনের প্রতারণার হাত থেকে রেহাই পেতে এলাকার ভুক্তভোগী জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আদমদীঘি উপজেলায় সবগুলো ক্লিনিকে এ ধরনের সমস্যা। সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে দেদারছে তারা এভাবে অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, সাধারণ একটা রোগী সেবা নিতে ক্লিনিকে গেলেই তারা বিশাল আকারের একটি পরীক্ষার কাগজ ধরিয়ে দেন রোগীর আত্মীয় স্বজনদের হাতে। সেই কাগজ নিয়ে ছুটে চলে এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে। এতে করে অধিক টাকা পয়সা কামিয়ে নিচ্ছে ক্লিনিক মালিকরা।
এব্যাপারে আদমদীঘি উপজেলা সদরের আল সাফি ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল হাসান এর সাথে কথা বলতে চাইলে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি অস্বীকার করে বলেন এটা সম্পূর্ণ ডাক্তারের ব্যাপার এখানে আমাদের কিছু করার নেই বলে এড়িয়ে যান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত