আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০০:৩২

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যোবলেট সেবন করে শান্ত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলা সদরের কুসুম্বী সোনার পাড়া গ্রামের মোবারক আলী ওরফে মগের ছেলে। 

জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের শান্ত দীর্ঘ দিন ধরে হোটেল শ্রমিক হিসাবে কাজ করে আসছিল। গত সোমবার সকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শজিমেকে নেওয়ার পথে দুপুর ১২ টায় সে মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউপি মামলা দায়ের হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত