আদমদীঘিতে বিষপানে যুবকের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ১৮:১৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:২০

বগুড়ার আদমদীঘিতে ঘাষ মারা ঔষধ সেবনে অসুস্থ্য যুবক জয়নুল ইসলাম (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিনপর গত ৪ ডিসেম্বর ভোরে মারা গেছে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের হামিদুল ইসলামের পুত্র জয়নুল ইসলাম গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে ঘাষ মারা ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর গত শনিবার ভোরে মারা যায়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত