আদমদীঘিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ জুন ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫

গাছই জীবন। আদি অনন্ত কাল ধরে মানব জীবন ও সভ্যতার ধারক এবং বাহক উদ্ভিদ কুল, গাছ যদি মানব জীবনে বীজ হয়ে থাকে, তাহলে আজ এই বিশ্ব ব্যাপী করোনা মহামারির সময় মহীরুহের মতো মানব জীব কে আগলে রাখার কাজ নিরলস ভাবে করে আসছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে হাসপাতাল চত্বরে কল্পপতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর উদ্যোগে বৃক্ষ রোপন, পিপিই, মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরন করেন সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। 

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কল্পপতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ব্যবস্থাপক অর্কপাল, অমিত হেরি, জাকির হোসেন, রাহাত, মামুন, আমিন প্রমুখ। 

উল্লেখ্য, কল্পপতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড একটি বহুজাতিক ভারতীয় সংস্থা।বর্তমান তারা ভারত-বাংলাদেশ সম্মনয়ে নির্মানধীন বগুড়া-রহনপুর এবং বগুড়া নিলো লাইনের তত্ববধানে কাজ করছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত