আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ হস্তান্তর
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:২২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩
বগুড়ার আদমদীঘি উপজেলার মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কারিগরী তত্বাবধানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে বগুড়া- ৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ৩৪৬ জোড়া হাই- লো বেঞ্চ হস্তান্তর করেন। এর আগে এই প্রকল্পের আওতায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭৬ জোড়া হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তরের সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ,উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প(জাইকা)এর আশরাফ আলী,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জিল্লুর রহমান,শামিম উল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত