আদমদীঘিতে বস্তাবন্দি অবস্থায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:২২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের লোকো কলোনী এলাকায় রেল লাইনের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিরাজুল ইসলাম ওরফে সুমন (৩১) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে সান্তাহার টাউন ফাঁিড়র পুলিশ। রোববার সকালে ওই এলাকা থেকে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সিরাজুল ইসলাম নিলফামারী জেলার সদর উপজেলার ঝোঁপাকুড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, রোববার সকালে শহরের লোকো কলোনী এলাকায় রেললাইনের পাশে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশের নিকট সংবাদ দেয় এলাকাবাসি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতরে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায়  উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  পুলিশ জানায়, সিরাজুল কয়েক বছর পূর্বে নওগাঁর কীর্ত্তিপুরের শালুকা গ্রামে বিয়ে করেন। স্ত্রী রিনা বেগমের সাথে বনিবনা না হওয়ায় গত ছয় মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রিনা বেগমের অন্যত্র বিয়ে হলেও সিরাজুলের সাথে যোগাযোগ ছিল। গত ২৮ মে সুমন বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে পরিবারের লোকজন তাকে সন্ধান করছিলেন। এ অবস্থায়  রোববার তাঁকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে। পরিদর্শক আরিফুল ইসলাম জানান, তাঁর বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত