আদমদীঘিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ মে ২০২১, ১৯:২৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান এ্যাড. সামছুল হক সাম, সামছুল হক খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু প্রমূখ। ফুটবল টুর্নামেন্ট খেলা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ গ্রহণ করবেন। খেলাটি আগামী ২৯ মে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত