আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্ট উদ্বোধন
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১৯:৫৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:১০
বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালক ফুটবল টুর্ণামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১০টায় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুসহ প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান ও সহকারি শিক্ষক শিক্ষীকা প্রমুখ নেতৃবর্গ।
উদ্বোধনী দিনে সাতটি টিম খেলায় অংশ নেয়। এই খেলায় আদমদীঘি ইউনিয়ন বালক একাদশকে ৩-০ গোলে হারিয়ে কুন্দগ্রাম ও সান্তাহার একাদশকে ১-০ গোলে হারিয়ে চাঁপাপুর ইউনিয়ন একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন আবুল কালাম আজাদ তাকে সহযোগিতা করেন, লুৎফর রহমান ও কামরুল হাসান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত