আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:৪৮ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৩
বগুড়ার আদমদীঘি প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্প্রতিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগীতা ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা চত্বরে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। অপর দিকে দিবসটি পালনের লক্ষে সকালে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের স ালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজল,জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন প্রমূখ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত