আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২০:০৯ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩২
বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আফজাল হোসেন এর অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাফের আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সভায় বক্তব্য রাখেন নশরতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউআরসি ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল ইসলাম, রুহুল আমিন, নাজিমুদ্দিন সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম ছামদানী, মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, নূর মোহাম্মাদ, টি.এম শাহজাহান, গীতা রাণী সরকার, সহকারি শিক্ষক রতন কুমার বসাক, সামছুজ্জামান টুলু, মীর কামরুল ইসলাম, জি.এম এনামুল হক, সাইফুল ইসলাম, হোসনে মোবারক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক এস.এম আফজাল হোসেন কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত