আদমদীঘিতে পুলিশী অভিযানে গ্রেফতার-৬
প্রকাশ: ১৭ মে ২০২১, ২০:০৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে মারপিট, ওয়ারেন্টভুক্ত ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ এবং সান্তাহার ফাঁড়ি পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে আদমদীঘি থানা পুলিশ মারপিট মামলার আসামী উপজেলা কেশরতা গ্রামের ইয়াছিন আলীর পুত্র জাবিদ হাসান বিদ্যুৎ (৩০) এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার মালসন গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র শামীম হোসেন (৩৩) এবং সান্তাহার কালী চত্ত্বর হোটেলপট্টি এলাকায় মুন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্তের অভিযোগে উপজেলার সান্তাহার ষ্টেশন কলোনীর সৈয়দ আলী মেয়ে মর্জিনা বেওয়া (৪০), নওগাঁ জেলার সদর থানার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র আবুল কালাম আজাদ (৪২) একই উপজেলার কসবা কিসমত গ্রামের মকুর পুত্র তারেক (২৬), দুর্গাপুর গ্রামের ইসরাফিল আলমের পুত্র ইমরান হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত