আদমদীঘিতে পুজা উদযাপন পরিষদের নেতার মাতার পরলোকগমন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়ার আদমদীঘি উপজেলা কমিটির সদস্য সুভাষ কুমার সরকারের মা উষা রানী সরকার(৭০) বৃহস্প্রতিবার সকাল ১০টায় উপজেলা সদরের তালসন গ্রামে তার নিজ বাড়ীতে সকলের মায় ত্যাগ করে পরলোকগমন করেছেন (দিব্যাং লোকান স্বগচ্ছতু)। উষা রানী সরকার স্বর্গীয় অমুল্য সরকার স্ত্রী। বৃহস্প্রতিবার বিকেলে আদমদীঘি মহাশ্বশ্মানে তার সৎকার সম্পন্ন করা হয়। 

স্বর্গীয় উষা রানীর মৃত্যুতে গভীর শোকা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল কুন্ডু, আনন্দ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক অলক মোহন্ত, সুদেব ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা কানাই দেবনাথ, অনিল গুপ্তা,ভুষন সরকার, ব্যাটেল মৈত্র, চন্দন কুন্ডু, শ্যামল শীল, আনন্দ পাল, উজ্জল সরকার, পলাশ বকসী, পিযুষ প্রামানিক, লকেশ সরকার, অতুল সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত