আদমদীঘিতে পুকুরে গোসলে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১৮:০১ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০

আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে মাত্র ছয় বছর বয়সের রিয়াদ নামের এক শিশুপুত্র পানিতে ডুবে মারা গেছে। সে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম পশ্চিমপাড়ার জাকারিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় কুন্দগ্রাম তাদের বাড়ির নিকট একটি পুকুরের গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুন্দগ্রাম পশ্চিমপাড়ার জাকারিয়ার ছেলে রিয়াদ সহ ৩/৪জন শিশু বাড়ির পাশে খলিয়ানে খেলা করার পর তাদের বাড়ির কিছু দুরে একটি পুকুরে তারা সকলে গোসল করতে নামে। এদের মধ্যে রিয়াদ নামের ওই শিশুটি পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা শিশু রিয়াদকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত