আদমদীঘিতে পুকুরের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৭ জুন ২০২১, ২০:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ শহরের ষ্টেশন কলোনী এলাকার একটি পুকুরের পাশ থেকে বাবু হোসেন (২২)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। বাবু হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আমবাগান মহল্লার ফজলুর রহমানের ছেলে ।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকার লোকজন এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে । খোঁজ নিয়ে বাবু’র পরিচয় জানা যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু চুরি,ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত । 

নওগাঁ হাসপাতাল থেকে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওয়াদুদ হোসেন বলেন, বাবু’র শরীরে আঘাতের চি‎হ্ন দেখা যায়নি। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত