আদমদীঘিতে পাচার হওয়া ভিজিডি‘র ৯বস্তা সরকারি চাল জব্দ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৫
বগুড়ার আদমদীঘিতে পাচার হওয়া সরকারি ৯ বস্তা ভিজিডি‘র চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। ২২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় আদমদীঘি চাল বাজারে জনৈক চাল ব্যবসায়ীর সেড থেকে এই চাল জব্দ করা হয়েছে।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ও নসরতপুর ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার ভিজিডি‘র চাল বিতরণ করা হয়। ওই দুই ইউনিয়নে গোপনে কতিপয় চাল ব্যবসায়ী চাল গুলো কিনে দুপুরে আদমদীঘি চাল বাজারের এক চাল ব্যবসায়ীর সেডে সরকারি ভিজিডি‘র ৯ বস্তায় ২৭০কেজি চাল রাখেন।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানতে পেরে তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে সেড থেকে ওই ৯ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখেন। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে চাল পাচারকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত