আদমদীঘিতে পরামর্শ কেন্দ্র ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০২:২৮
বগুড়ার আমদীঘিতে স্থানীয় পর্যায়ে মৎস্য পরামর্শ কেন্দ্র এবং রেডি টু ইট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পিকেএসএফ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন, আদমদীঘি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সজয় কুমার পাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন থেকে আদমদীঘি বাজারে স্থানীয় পর্যায়ে মৎস্য চাষীদের পরামর্শ ও তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। পাশা-পাশি ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্য পন্য রেডি টু ইট এর উদ্বোধন করা হয়েছ। এখানে নিয়মিত ভাবে রান্না করা ফিস বল, ফিস সিঙ্গারা, ফিস রোল, ফিস ফ্রাই, ফিস কাটলেট, ফিস ফিঙ্গার পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, পরিচালক জসিম উদ্দীন, মশিউর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল, আর.এম.টি.পি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার সেহেল রানা, এভিসিএফ আকরাম হোসেন, রুবেল রানা, সাইদুর রহমান প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত