আদমদীঘিতে পকেটমার চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:০৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৮
সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ পকেটমারের এক সক্রিয় সদস্য কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো, বগুড়া সদর থানার নাড়লী পশ্চিম পাড়া গ্রামের আমজাত ব্যাপারী ছেলে শাহিন আলম (৩২)। এ ব্যাপারে রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোলাইমান আলী বলেন, সোমবার দুপুরে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা আন্ত:নগর ট্রেন সান্তাহার রেল স্টেশনে দাঁড়ায়।
এ সময় কয়েকজন সদস্যের একটি পকেটমার চক্র ট্রেনটির দরজায় ভিড় করে সাধারণ যাত্রীদের পকেট মারার চেষ্টা করতে থাকে। সেখানে ওই পকেটমার চক্রটিকে ধরতে পূর্ব থেকেই রেলওয়ে পুলিশের সোর্স মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে ওই সোর্সের গোপন তথ্যানুযায়ী রেলওয়ে থানা একদল পুলিশ দ্রত ট্রেনে উঠে সংঘবদ্ধ পকেটমার চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আর বাকীঁ সদস্যরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামীকে সোমবার বিকেলে বগুড়া আলাদলের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত