আদমদীঘিতে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০০:১৬

আদমদীঘিতে শীতজনিত রোগ (নিউমোনিয়ায়) আক্রান্ত হয়ে আব্দুল্লাহ নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার সময় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামে শিশুটির নানা বাড়িতে মারা যায়। শিশু আব্দুল্লাহ আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের রুবেল হোসেনের ছেলে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জন্মের পর থেকেই শিশু আব্দুল্লাহ নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল। সর্দি জ্বরে আক্রান্ত অবস্থায় শিশুটির মা বেশকিছু থেকে বাবা বাড়ি মথুরাপুরে থাকেন। শুক্রবার রাতে শিশুটির অবস্থা বেগতিক দেখে তার মা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাবার বাড়িতে পুনরায় চলে যায়। এরপর শুক্রবার সকাল ৮টায় ওই শিশুটি মারা যায়। 

শিশুটির বাবা রুবেল জানায়, আমি আমার পরিবার নিয়ে উপজেলা সদরের তালশন গ্রামের ষ্টেশন এলাকায় বসবাস করি। আমার ছেলে আব্দুল্লাহ জন্মের পর থেকেই নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যে অসুখ ভাল হয় এবং আবার কখনো বেশি হয়। কিন্তু র্বতমানে দীর্ঘদিন থেকে শীতের প্রকোপ বেশি হওয়ায় গত শুক্রবার সে মারা যায়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত