আদমদীঘিতে নাশকতায় মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ২০:০০

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আউয়াল শেখ (৪৩) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আউয়াল শেখ উপজেলার নসরতপুর ইউপির আওয়ামী লীগের সহ সভাপতি ও শাওইল বাজার এলাকার মৃত ওসমান গণি শেখের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দু’টি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন নসরতপুর ইউপির আওয়ামী লীগের সহ সভাপতি আউয়াল শেখ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আউয়াল শেখকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত