আদমদীঘিতে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার লিফলেট বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগ শুরু হতে যাচ্ছে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় পাশ করে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহন করা প্রয়োজন। এ জন্য দালাল না ধরে প্রার্থীদের নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দিয়েছে বগুড়া জেলা পুলিশ সুপার।

আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশের এর উদ্যোগে শনিবার বেলা ১২ টায় উপজেরার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোন প্রতারক চক্র বা দালাল চক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

জানা যায়, কেবল মাত্র ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের চুড়ান্ত নিয়োগ দেয়া হবে। ফিজিক্যাল টেস্টের জন্য বাংলাদেশ পুলিশ অফিসিয়াল পেজ নামের ফেসবুক ও ইউটিউব পেজে এ সংক্রান্ত ভিডিও ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এই পেজ থেকে পাওয়া যাবে। পুলিশের গর্বিত সদস্য হতে দালাল না ধরে, নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগাতে পরামর্শ দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত