আদমদীঘিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ   

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ২১:২১

বগুড়ার আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায়  আদমদীঘি উপজেলা রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত বিতরণ ও বক্তব্য রাখেন, বগুড়া জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, এ সময় উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা মোখলেছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক শামীম হোসেন, শিহাব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা সাগর হোসেন, আলম সরদার, সাদ্দাম হোসেন, শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা সোয়াইব হোসেন শিমুল, আব্দুল আজিজ আবিদ, জেমস আহমেদ বাপ্পি, মাহাবুব আলম, বিপ্লব, আকাশ, আসলাম, আরমান, সাদিক, মুরাদ প্রমুখ। 

পরে বগুড়াা-৩ আসনের বিএনপি'র সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার রূহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত