আদমদীঘিতে তিন মাদকসেবীর বিনাশ্রম কারাদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:১৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

বগুড়ার আদমদীঘিতে তিন মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত রোববার দুপুর ১ টায় সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার সান্তাহার শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করার দায়ে উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মারুফ মিয়া (২৫), সান্তাহার ইয়ার্ড কলোনীর মাসুদ রানার ছেলে বুলবুল হাসান (২০) ও সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম (২৫) কে  গ্রেপ্তার করে। 

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটককৃত বুলবুল হাসান ও মারুফ মিয়াকে সাত দিন আর হাফিজুল ইসলামকে পনের দিন করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১ শত টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত