আদমদীঘিতে তালা কেটে দোকানে চুরি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪

বগুড়ার আদমদীঘি উপজেলা উপজেলার পশ্চিম ঢাকা রোড বাইপাস সংলগ্ন হামিম পেট্রোল পাম্পের পার্শ্বে ফুটু মবিল ঘর নামে একটি দোকান ঘরের তালা কেটে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে করে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

দোকানের মালিক মানিক হোসেন জানান, শুক্রবার রাত ৯ টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ৭ টার দিকে দোকান ঘরটি খোলার জন্য এলে চুরির বিষয়টি জানতে পারি। তিনি আরও বলেন, দোকান ঘরের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় চোরের দল ঘরে থাকা মবিলের বালতি ৩টি, মবিলের পট ২৮টি, লোহার মালামাল ৩০ হাজার টাকা, বিভিন্ন লাইট ২০ হাজার টাকা, নগদ ক্যাশ ২০/২৫ হাজার টাকা সহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, দোকান চুরির বিষয়টি অবহিত হয়েছি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত