আদমদীঘিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৫০

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। “ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত হবে জনগন- ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণের গল্প”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন, উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় র‌্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তি রাণী রায়, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সান্তাহার পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, সান্তাহার পৌর কাউন্সিলর আলাউদ্দীন প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুষ্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত