আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৩

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মজে বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড় টায় উপজেলার পাইকপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মজে বেগম উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের মছির উদ্দিন প্রাং এর স্ত্রী।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের মছির উদ্দিন প্রাং এর স্ত্রী শুক্রবার দুপুরে রেল লাইনের দক্ষিণ পার্শ্বে তার বড় ছেলের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। সে কানে কম শোনার কারণে সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়া গামী দোলচাঁপা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে কেউ কোন খবর দেয়নি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত