আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ মে ২০২৪, ১৮:৫৫ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩১

শনিবার বেলা আনুমানিক তিনটার দিকে বগুড়ার আদমদীঘি রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশের সিগনালের নিকট ট্রেনে কাটা পড়ে অঞ্জাত পরিচয় এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানা গেছে,ওই নারী গ্রাম এলাকায় পুরাতন কাগজ কুড়াতেন। ঘটনার সময় সে অসাবধনাতা বশতঃ রেল লাইন পার হতে গেলে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। পরে স্থানীয় জনগন বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন,লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত