আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মটরসাইকলে আরোহী নিহত
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৯:২৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩
বগুড়ার আদমদীঘিতে সবজি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় আনন্দ কুমার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হন মটরসাইকেল যাত্রী সঞ্জয় কুমার (১৮)। এই মর্মান্তকি ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতবিার বলো সাড়ে ১২টায় আদমদীঘি-তিলকপুর রাস্তার ডহরপুর নামক স্থানে।
প্রত্যক্ষর্দশী সুত্রে জানা যায়, আদমদীঘি উপজলো সদররে ডহরপুর নামক স্থানে তিলকপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী সবজি বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌছা মাত্রই পেছন থেকে মটরসাইকেল আরোহী ওই ট্রাককে অতিক্রম করে সামনে উঠার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের মুক্তা চন্দ্রের ছেলে মটরসাইকেল আরোহী আনন্দ কুমার নিহত হয়। এ সময় একই গ্রামের মটরসাইকেল আরোহী কার্তিক চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার গুরুত্ব আহত হয়। গুরুত্ব আহত সঞ্জয় কুমারকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত