আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:০২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:২৪

বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার আনিছুর রহমান খান, মুক্তিযোদ্ধা আঃ হামিদ প্রমূখ। শেষে গবাদী পশু, হাঁস-মুরগী, মৎস্য প্রকল্পের উপর ১৮ জন বেকার যুবকদের মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ ও বঙ্গবন্ধুর জীবনী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত