আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১৬:৩০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

“নিরাপদ মাছে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনের রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল,সান্তাহার প্লাবন ভুমির বৈজ্ঞানিক সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা মৎস্য উৎপাদকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম,সাংবাদিক মিহির কুমার সরকার,মৎস্য হ্যাচারী মালিক জাহানুর তালুকদার,সেন্টু সরদার,মৎস্য সম্প্রসারন প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমূখ। সমাপনী সভায় বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী সমিতিকে পুরস্কৃত করা সহ উপজেলায় মৎস্য রেনু,পোনা মাছ ও বাজারজাত করনে বিশেষ অবদান রাখায় বেশ কয়েক জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত