আদমদীঘিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৮:৩৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:১১
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রসাশনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্র লেখা নাজনীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, জিল্লুর রহমান, এরশাদুল হক টুলু, আব্দুল হক আবু প্রমুখ। সভায় পৌর সচিব, ইউপি সচিব, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত