আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনা, গ্রেপ্তার এক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৯:২৮ |  আপডেট  : ২৯ জুন ২০২৪, ০১:৩৪

বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফজলু আকন্দ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার রাতে উপজেলার বড় আখিড়া গ্রামে মসজিদের দক্ষিন পার্শ্বে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফজলু আকন্দ নামের এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত