আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্য আটক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

গুড়ার আদমদীঘিতে থেকে চুরি যাওয়া মোটরসাইকেল সহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর কলোনী থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসের ১১ তারিখে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকার মাহমুদ আলীর গোডাউন থেকে তার ব্যবহৃত টিভিএস কোম্পানির মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় ঐদিন ভুক্তভোগি মাহমুদ আদমদীঘি থানায় অভিযোগ দেয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রায় ১১ মাস পর মোটরসাইকেল উদ্ধার করে আদমদীঘি থানা পুলিশ। এসময় মোটরসাইকেল চুরির সাথে জড়িত থানায় চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, শেরপুর থানার মহিপুর কলোনী এলাকার আব্দুল খালেকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জঙ্গলমারা বোয়ালিয়া এলাকার সৈদয় আবু বক্কর সিদ্দিকির ছেলে সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ সিহাব (২৩), বগুড়া জেলার সদর থানার ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকার আকবর হোসেনের ছেলে  শিপন আহম্মেদ (৩৫), দুপচাঁচিয়া থানার তালোড়া সরদারপাড়া এলাকার মৃত কাশেম সরদারের ছেলে সবুজ হোসেন (২৭)। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী বলেন,পুলিশ বিশেষ তদন্ত শেষে চোরা মোটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরন করা হয়েছে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত