আদমদীঘিতে চোরাই চার্জার ভ্যান সহ আটক-২

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ মে ২০২১, ২১:৩৮ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৮

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম কুশাবাড়ী এলাকায় চোরাই চার্জার ভ্যান সহ দুই চোরকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পুশিন্দা সরদার গ্রামের লিটন মিয়ার পুত্র সৌরভ (১৫) সে তার ভ্যান সহ উপজেলার মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রী বহনের অপেক্ষা কালে উপজেলার ধনতলা গ্রামের রাজুর পুত্র রানা (১৯) এবং লক্ষীপুর গ্রামের ফারুক হোসেনের পুত্র বাবু (২০) যাত্রী বেসে তার ভ্যান নিয়ে প্রথম চৌমুহনী যায় এবং সেখান থেকে পরে সময় ক্ষেপন করে উপজেলার কুন্দগ্রামের কুশাবাড়ী এলাকায় গিয়ে কৌশলে ভ্যান চালককে রেখে ভ্যান চুরি করে নিয়ে পালানোর সময় ভ্যান চালকের চিৎকালে এলাকাবাসী ধাওয়া করে ভ্যান সহ দুই চোরকে আটক করে এবং পরে থানা পুলিশকে সোর্পদ করে। এ

 ঘটনায় ভ্যান চালক সৌরভ বাদী হয়ে অত্র থানায় মামলা দায়ের করে। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটক দুই চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত