আদমদীঘিতে চাকু দ্বারা আঘাত ও ধস্তাধস্তির ঘটনায় থানায় ডায়েরি
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১৯:৫২ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২২:২৭
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে বিজয় হোসেন (২২) নামের এক যুবক কে পথরোধ করে চাকু দ্বারা বুকে আঘাত ও ধস্তাধস্তির ঘটনায় শুক্রবার দুপুরে আদমদীঘি থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
সাধারন ডায়েরি সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় সময় হালাহালিয়া হাটে যাওয়ার সময় পথের মধ্যে তারাপুর দক্ষিনপাড়া গ্রামে মিঠুর দোকানের সামনে পৌঁছামাত্র পূর্ব শত্রুতা জের ধরে ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোহন (২৭) ও সাগর (২৫) বিজয় হোসেনের পথরোধ করে তাদের হাতে থাকা চাকু দ্বারা বুকে আঘাত ও ধস্তাধস্তি করে জখম করে এবং এলোপাথারিভাবে কিলঘুষি মারতে থাকে আর বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল হইতে চলে যায়। বিজয় হোসেনের চিৎকারের দোকানদার সহ আশেপাশের লোকজন এসে উদ্ধার করে।
এ ঘটনায় আদমদীঘি থানায় শুক্রবার দুপুরে বিজয় হোসেন বাদী হয়ে সাধারন ডায়েরি করে। এ বিষয়ে আদমদীঘি থানার ডিউটি অফিসার এ এস আই মশিউদ্দিন সাধারন ডায়েরি বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত