আদমদীঘিতে গ্যাস বড়ি সেবনে এক ব্যক্তির মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ জুন ২০২১, ২০:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০

বগুড়ার আদমদীঘিতে গ্যাস বড়ি সেবনে কালাম কাজী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালাম কাজী উপজেলা সদরের ছোটজিনইর গ্রামের মৃত আব্দুল কাজীর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে কালাম কাজী। পরিবারের লোকজন টের পেয়ে তৎক্ষনাত একটি চার্জার ভ্যান যোগে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে সে মারা যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত