আদমদীঘিতে গ্যাস টাবলেট সেবনে যুবকের আত্মহত্যা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ মে ২০২১, ১৯:২১ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন গ্রামে সুমন প্রামানিক (২৬) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার তালসন গ্রামে এ ঘটনা ঘটে। সুমন প্রামানিক তালসন গ্রামের টুকু প্রামানিকের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে সুমন প্রামানিক পারিবারিক কলহের জের ধরে পরিবারের সকলের অজান্তে গ্যাস সেবন করে করে ছটফট করতে থাকে। এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক চিকিৎসার জন্য আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে সে মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত