আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৯:৫৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪

বগুড়ার আদমদীঘিতে রুনা আক্তার (২০)  নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টাউন ফাঁড়ির পুলিশ। নিহত রুনা আক্তার উপজেলার তিয়রপাড়া মহল্লার সোহাগ হোসেনের স্ত্রী। রবিবার সকালে পুলিশ ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তিয়রপাড়া ট্রাক চালক সোহাগ হোসেনের সাথে প্রায় ৮ মাস আগে রুনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুনা কে মারপিট করে সোহাগ। পরে স্বামীর উপর অভিমান করে রাত ১০ টার সময় রুনা আক্তার শয়ন ঘরে তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত