আদমদীঘিতে গাঁজসহ গ্রেফতার-২

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১২ জুন ২০২১, ২০:০৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় শুক্রবার রাতে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। পুলিশ ওই দুই মাদক ব্যবসায়ীকে শনিবার জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গেপান সংবাদের ভিত্তিতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের আমতলী নামক স্থানে নূরানী মাদ্রাসার সামনে পাকা রাস্তা থেকে শুক্রবার রাতে এক কেজি সহ কালাইকুড়ি গ্রামের মুত মফেজ আকন্দের ছেলে আব্দুস সালাম (৪০) ও শালগ্রাম পূর্বপাড়ার নূর ইসলামের ছেলে এনায়েতুল্লাহ সুমন (৩৮) কে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন মাদক সহ দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত