আদমদীঘিতে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ২১:০৯ |  আপডেট  : ২ মে ২০২৪, ২৩:০৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গলায় ফাঁস দেওয়া তমিনা আক্তার বৈশাখী (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সান্তাহার টাউন পুলিশ। বৈশাখী উপজেলার  সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মোহনের স্ত্রী। বুধবার বেলা ১২টায় একই মহল্লায় ওই গৃহবধূর বাবার বাড়িতে ঘরের ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
   
পুলিশ ও স্থানিয়রা জানান, মাত্র চার মাস আগে মৃৃত আজিজার রহামান আজিজের মেয়ে বৈশাখীর সাথে একই মহল্লার মোহন নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৈশাখী তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। এক পর্যায়ে বুধবার বেলা ১২টায় সকলের অগোচরে বাবার বাড়িতেই শয়ন ঘরে ওড়নার ফাঁস লাগানো অবস্থায়  বৈশাখী ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত