আদমদীঘিতে গলদা-কার্প মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

  আদমদীগি(বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মে ২০২২, ২০:১৭ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:২০

রাজশাহী বিভাগয়ি মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের গলদা-কার্প মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দুই দিন ব্যাপী কর্মশালার প্রথম দিন উপজেলার ২৫জন মাছ চাষী অংশ গ্রহন করেন। প্রশিক্ষন কর্মশালায় গলদা-কার্প মিশ্রচাষ বিষয়ে বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির,বগুড়ার সহকারী পরিচালক মশিউর রহমান,আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল,ক্ষেত্র সহকারী কা ন হালদার প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত