আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ মে ২০২১, ১৫:৫২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:০১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারর্পারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বাদ যোহর সান্তাহার পৌর শহরের যুগী পুকুর আল আকসা জামে মসজিদে আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এই কোরআন খতম, দোয়া মাহফিলে অংশ নেন।

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, যুবদল নেতা মোস্তাহিদ আল হাসান, মাসুদ রানা, জাকিউল ইসলাম জুয়েল, রুবেল, রাশেদ, সুরুজ, শাহিন, বাদল, জনি প্রমুখ। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করেন আল আকসা জামে মসজিদে ইমাম মাওলানা আবদুল্লাহ আল নোমান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত