আদমদীঘিতে কাল থেকে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে আগামী কাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমদ্ধ ভগবত গীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন, ধর্ম আলোচনা ও শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন-যজ্ঞানুষ্ঠান। ২৮ ও ২৯ ফেব্রুয়ারি, রোজ বুধবার ও বৃহস্পতিবার ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। পরদিন ১ মার্চ-২০২৪ইং, রোজ- শুক্রবার কুঞ্জভঙ্গ কীর্তন অন্তে মধ্যহ্নে শ্রীশ্রীমন্মহা প্রভুর ভোগ ও কীর্তন শেষে মহাপ্রসাদ বিতরন। উক্ত যজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন, ভারতের (বেতার শিল্পী) মর্শিদাবাদ জঙ্গীপুরের চামেলী পান্ডে, ভারতের উত্তর ২৪ পরগনা’র অনুপ অধিকারী, বাংলাদেশের নাটোরের সুকৃতি মহন্ত, নওগাঁ পত্নীতলা প্রদীপ চক্রবর্তী ও স্বাগতিক দল নরেশ চন্দ্র পাল। হরিনাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি শিবেশ কুমার মৈত্র ও সাধারন সম্পাদক দিব্যেন্দু কুন্ডু দুলাল জানান, প্রতি বছরের ন্যায় এবারও তালসন হরিবাসর কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে। ইতি মধ্যে সকল আয়োজন প্রায় সম্পন্ন। সকল ভক্তবৃন্দদের লীলা কীর্তন শ্রবন-প্রসাদ গ্রহন ও যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে দেশমাতৃকার শুভ কল্যান কামনা করছি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত