আদমদীঘিতে কষ্টিপাথরের মূর্তি ও বেদী উদ্ধার, আটক ৩

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ জুন ২০২১, ১৯:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৩২

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রাম থেকে কষ্টিপাথরের মূর্তি, বেদিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

জানা যায়, বগুড়া র‌্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি, বেদী সহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার মিতইল গ্রামের কাজেম হাজীর ছেলে ইসমাইল হোসেন (৬৩), কাহালু উপজেলার বুড়ইল গ্রামের আব্বাস আলীর ছেলে আক্কাস আলী (৪২) ও নন্দীগ্রাম উপজেলার বাঁটদীঘি গ্রামের মলিন চন্দ্রের ছেলে বাদল চন্দ্র (৩৪)।

র‌্যাব-১২-এর স্পেশাল কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, গোপন সসংবাদের ভিত্তিতে আদমদিঘীর মিতইল গ্রাম থেকে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি মূর্তি, ১ টি বেদী, ৩ টি মোবাইল, ৫ টি সীমকার্ড ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত