আদমদীঘিতে কলেজ ছাত্রীকে ধর্ষন, ধর্ষক গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১১

বিয়ের প্রলোভনে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে বাসার ভিতরে জোড় পূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার খাড়ির ব্রীজ এলাকার জনৈক ব্যক্তি বাসায়। এ ঘটনায় ধর্ষক প্রীতম ভৌমিককে পুলিশ গ্রেফতার করেছেন। 

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে সান্তাহার রথবাড়ী এলাকার প্রদীপ ভৌমিকের ছেলে প্রীতম ভৌমিক দীর্ঘ দু’বছর পূর্ব ধরে প্রেম করে আসছিল। এর এক পর্যায়ে গত (১০ অক্টোবর) রোববার বিয়ে করার প্রলোভন দিয়ে মোবাইল ফোনে ওই কলেজ ছাত্রীকে সান্তাহার ফারিস্তা পার্কের সামনে আসতে বলে। সেখানে ওই কলেজ ছাত্রী পৌছলে প্রীতম ভৌমিক গল্পগুজবের একপর্যায়ে পূর্ব পরিচিত তার বন্ধুর বাসায় নিয়ে গিয়ে বাসার ভিতরে জোড়পূর্বক ধর্ষন করে। এ সময় ওই কলেজ ছাত্রী চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে (১১ অক্টোবর) সোমবার থানায় হাজির হয়ে ধর্ষন মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক প্রীতম ভৌমিককে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, কলেজ ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষক প্রীতম ভেীমিককে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত