আদমদীঘিতে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:৪৯ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:১৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে রাজ কুমার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজের এক ছাত্রীর সাথে দীর্ঘ প্রায় ৫ মাস পূর্বে একই উপজেলার কাশিমিলা গ্রামের বেল্লালের ছেলে রাজ কুমার (২০) এর পরিচয় ঘটে। পরিচয়ের মাঝে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক চলার মাঝে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে গত ১০ ফেব্রুয়ারী দিবাগত রাতে রাজ কুমার ওই ছাত্রীর বাড়ীর ছাদে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষন করে। ধর্ষনের এক মাস পর গত ১৫ মার্চ মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর বাড়ীর ছাদে রাজ কুমার গিয়ে ছাত্রীকে পুনরায় যৌনপীড়ন করলে স্থানীয়রা দেখতে পেয়ে রাজ কুমারকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৬ মার্চ বুধবার সন্ধ্যায় থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ধর্ষনের অভিযোগে রাজ কুমারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত