বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর
আদমদীঘিতে কমতে শুরু করেছে সারের দাম
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৭:১৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২১
“আদমদীঘিতে সারের চড়া দামে দিশাহারা কৃষক” শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে ও অনলাইনে সংবাদ প্রকাশিত হবার পর উপজেলায় কমতে শুরু করেছে ডিএপি সারের দাম। সংবাদটি প্রকাশের পর তোলাপাড় সৃষ্টি হয় কৃষি বিভাগ ও অসাধু সার আমদানীকারক ব্যবসায়ী মহলে। রাতারাতি ডিএপি সারের দাম কমিছে প্রতি বস্তায় দেড়শ’ টাকা। দাম কমে গত শনিবার থেকে বেচাকেনা হচ্ছে প্রতি বস্তা এক হাজার সাড়ে তিনশ টাকায়। আবার এই দামও সরকার নির্ধারিত দামের চেয়ে দুইশ’ টাকা বেশী। বেসরকারী ভাবে বেশী দামে আমদানী করার অজুহাতে কৃষকের পকেট কাটা হয়েছে এবং হচ্ছে। এদিকে দাম কমলেও ফের সৃষ্টি করা হয়েছে ওই সারের কৃত্রিম সংকট। চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও যশোরের নোয়াপাড়া ভিত্তিক বেসরকারী আমদানীকারক ব্যবসায়ী সিন্ডিকেট সার বিক্রি করা বন্ধ করে দিয়েছে বলে দাবী করেছেন উপজেলা ছোট বড় সার ব্যবসায়ীরা। অপর দিকে, চলতি নভেম্বর মাসে বিসিআ্ইসি এবং বিএডিসি থেকে ডিলারদের অনুকুলে সরকারের বরাদ্দ করা সার মাসের শেষ হতে চললেও সরবরাহ পায়নি। এ মাসে সান্তাহার ও বগুড়া বাফার স্টক গুদামের পরিবর্তে সরবরাহ পয়েন্ট দেওয়া হয়েছে পাবনার নগরবাড়ি ঘাট থেকে। সেখানে শত শত ট্রাকের দীর্ঘ সিরিয়াল পড়ে গেছে। ডিলারদের অনুকুলে বরাদ্দ করা সারের মুল্য মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করা হলেও গত রবিবার পর্যন্ত উপজেলার বিসিআইসির (বিএডিসিসহ) ১০ ডিলারের মধ্যে সাত ডিলার সার সরবরাহ পায়নি। আর এটির সুযোগ কাজে লাগিয়েছেন বেসরকারী আমদানীকারক সার ব্যবসায়ী সিন্ডিকেট। ফলে লাগামছাড়া দাম বৃদ্ধি ও সংকট সৃষ্টি হয়েছে, এমন দাবী করেছেন উপজেলার পাইকারি ও খুচরা সার ব্যবসায়ীরা। এদিকে উপজেলার আলু ও সরিষা চাষাবাদের সুতিকাগার হিসাবে পরিচিত ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ডিলার মেসার্স রুমা কৃষি ভান্ডার নামক প্রতিষ্ঠান প্রয়োজনীয় পরিসরের গুদাম কাম দোকান ভাড়া না পাওয়ার অজুহাত দেখিয়ে উপজেলা কৃষি বিভাগের যোগসাজসে অবৈধভাবে বছরের পর বছর ধরে উপজেলা সদরের দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে মজুত করে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাব-ডিলারদের নিকট চড়া দামে সার সরবরাহ করে আসছিল বলে দাবী করেছেন সাব-ডিলাররা। কিন্তু বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত শনিবার ছাতিয়ানগ্রাম হাট কাম বাজারে গুদাম ভাড়া নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন ডিলারের প্রতিনিধি মোঃ শাহজাহান আলী। অন্যদিকে, এখন থেকে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন সদর বাজার থেকে সার বেচাকেনা হওয়ার ব্যবস্থা হওয়ার ফলে উপজেলা সদরের খন্দকার ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের সেই দুই ভাই ব্যবসায়ীর কপালে হাত উঠেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত