আদমদীঘিতে আলু ৪২ কেজিতে মণ, চাষীরা বিপাকে

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:৫০ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ০৪:২০

বগুড়ার আদমদীঘি উপজেলার হাট বাজার গুলোতে আলু চাষীদের নিকট থেকে ব্যবসায়ীরা এখন অভিনব কৌশলে ৪২ কেজিতে মণ হিসাবে আলু কিনছেন। হিমাগারে আলু রাখার স্লিপ না পাওয়া এবং আলু সংরক্ষনের কোন ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ৪০ কেজির জায়গা ২ কেজি বেশি অর্থাৎ ৪২ কেজিতে এক মণ ধরে আলু বিক্রি করছেন। এব্যাপারে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আলু চাষীরা। 

জানা যায়, চলতি বছর অধিক লাভের আশায় কৃষকরা লক্ষমাত্রার চাইতে বেশি জমিতে আলু চাষ করে। জমি থেকে আলু তোলার সময়ে হিমাগার গুলোতে ধর্ণা দিয়ে আলু সংরক্ষণের জন্য কোন স্লিপ না পাওয়ায় তারা হতাশ হয়ে বাজারে আলু বিক্রি করতে বাধ্য হয়। আর এই সুযোগে আলু ব্যবসায়ী সিন্ডিকেট আলু দামে এবং প্রতি মণে ২ কেজি বেশি আলু নিচ্ছেন চাষীদের নিকট থেকে। তারা আলু নিয়ে বিপাকে পড়েছেন। 

আদমদীঘি সদর হাটে মঙ্গলবার (১১ মার্চ) সরজমিনে দেখা যায়, কাহালুর ব্যবসায়ী স্বপন হোসেন, তিলোকপুরের ব্যবসায়ী আলম ও আব্দুর রহমান এক মণ আলু মাপে ৪২ কেজি নিচ্ছেন। তারা জানায়, ২ কেজি নিলে বেশি না নিলে পরে ওজন মিলানো যায় না তাই নিচ্ছি। আলু বিক্রেতা কোমারপুর গ্রামের নজরুল ইসলাম, শালগ্রামের আজিজুল ইসলাম জানান, চাষীরা আলু নিয়ে বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা হিমাগার থেকে আগেই সব স্লিপ নিয়েছে। আমরা হিমাগারে আলু রাখতে পারছি না বলে বাধ্য হয়ে ব্যবসায়ীদের চাহিদা মতে ২ কেজি বেশি দিয়ে আলু বিক্রি করছি। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার জানান, আলু চাষীদের মরার উপর খাঁড়ার ঘা। এমনিতেই তারা লোকসানে আলু বিক্রি করছেন, তার উপর ৪২ কেজিতে মণ ধরে আলু নিচ্ছেন ব্যবসায়ী সিন্ডিকেট। তিনি স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত