আদমদীঘিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮

‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে অন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ অফিসার কামরুন নাহার, উপ-সহকারি কৃষি অফিসার দিপ্তী রাণী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, তথ্য অফিসার মনজিলা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক খায়রুল ইসলাম, মিহির কুমার সরকার প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত